
রাজধানীর মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে আলম ট্রেডার্স নামের রাসায়নিকের গুদামে ভয়াবহ আগুন লাগার ২৩ ঘণ্টা পার হলেও আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। গুদামটি থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ওই রাসায়নিক গুদাম ও পাশে থাকা একটি পোশাক কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট টানা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে আনলেও রাসায়নিকের গুদামের আগুন এখনো জ্বলছে।
দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। দগ্ধ আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ বুধবার সকালে ঘটনাস্থলে দেখা যায়, গুদাম থেকে ধোঁয়া উঠছে এবং নিখোঁজ স্বজনদের খোঁজে বহু মানুষ আহাজারি করছেন। দীর্ঘ সময় ধরে কাজ করায় ফায়ার সার্ভিসের অনেক সদস্যকে ক্লান্ত অবস্থায় বিশ্রাম নিতে দেখা গেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, “গুদামে থাকা দাহ্য রাসায়নিক পদার্থ পুরোপুরি নিষ্ক্রিয় না হওয়া পর্যন্ত ধোঁয়া উঠবে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে।”