প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ১২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৯, ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
মিরসরাইয়ে পাইপলাইন ফুটো করে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক | মিরসরাই (চট্টগ্রাম) তারিখ: ৯ জানুয়ারি, ২০২৬
চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ভূগর্ভস্থ পাইপলাইন ফুটো করে অভিনব কায়দায় তেল চুরির ঘটনায় তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিপিসি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তদন্ত কমিটি ও মামলার বিবরণ বিপিসির ব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন) মিজানুর রহমানকে প্রধান করে গঠিত এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে, এই চুরির ঘটনায় বিপিসির ডিজিএম প্রশাসন (অর্থ) মাহবুবুর রহমান বাদী হয়ে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে ওই ঘরের মালিক আফসারকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।
যেভাবে চলত চুরি স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হাদিফকিরহাট এলাকায় পাইপলাইনের ঠিক ওপর একটি অস্থায়ী টিনশেড ঘর নির্মাণ করা হয়েছিল। চোরচক্রটি ঘরের ভেতর প্রায় ১২ ফুট মাটি খুঁড়ে অত্যাধুনিক ড্রিল মেশিনের সাহায্যে পাইপলাইন ফুটো করে দীর্ঘ দিন ধরে তেল চুরি করে আসছিল।
গতকাল বৃহস্পতিবার সকালে পাইপলাইনে তেলের চাপ বেড়ে যাওয়ায় চোরাই সংযোগটি ফেটে যায় এবং আশপাশের ডোবায় তেল ছড়িয়ে পড়ে। স্থানীয়রা হাঁড়ি-পাতিল নিয়ে তেল সংগ্রহ শুরু করলে বিষয়টি জানাজানি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে এলাকাটি সিলগালা করে দেয়।
বিপিসির কোটি কোটি টাকা সাশ্রয়ের পথে বাধা? উল্লেখ্য, প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত এই ২৫০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটি নির্মাণ করা হয়েছে সিস্টেম লস ও চুরি ঠেকানোর লক্ষ্যেই। যেখানে নৌপথে তেল পাঠাতে ২৪ ঘণ্টা সময় লাগত, সেখানে পাইপলাইনে লাগে মাত্র ৪ ঘণ্টা। বিপিসির মতে, এই পাইপলাইন ব্যবহারের ফলে বছরে অন্তত ২২৬ কোটি টাকা সাশ্রয় হওয়ার কথা। তবে উদ্বোধনের অল্প সময়ের মধ্যেই এমন সুরক্ষিত পাইপলাইন ফুটো করে চুরির ঘটনা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, মামলার প্রধান অভিযুক্ত ভাড়াটিয়া আমিরুল ইসলামসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Copyright © 2026 সিলেটের বারুদ. All rights reserved.