
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে অটোরিকশায় তুলে নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন, অপর এক আসামি পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে পুলিশ গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—উপজেলার ধিতুয়া গ্রামের পংকজ দে (১৯), চাপুরিয়া গ্রামের রোমান (২৩) ও এমরান হোসেন (৩২)। অপর আসামি আমির হোসেন (২৮) এখনও পলাতক।
ভুক্তভোগীর মা বাদী হয়ে চারজনকে আসামি করে মুক্তাগাছা থানায় মামলা করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, “এলাকাবাসীর সহায়তায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে চিকিৎসা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরীটি ঢাকায় গৃহকর্মীর কাজ করত। মঙ্গলবার রাতে বাসে করে মুক্তাগাছা পৌঁছে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে তাকে কৌশলে ভিন্নপথে নিয়ে গিয়ে জোরপূর্বক নির্যাতন করা হয়। পরদিন অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেন।
ঘটনা জানাজানি হলে এলাকাবাসী তিন আসামিকে ধরে থানায় সোপর্দ করেন। মামলার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়।