১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মুগদায় ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার

admin
প্রকাশিত ২৬ নভেম্বর, বুধবার, ২০২৫ ২৩:০০:২৫
মুগদায় ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার

Manual4 Ad Code

রাজধানীর মুগদার গ্রিন মডেল টাউন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, প্রাইভেট কারসহ সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির মুগদা থানা-পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) রাতে পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

Manual8 Ad Code

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. জসিম (২৩), মো. বাবু ইসলাম (২৬), মো. জুম্মান আলী (২২), কাজী এহসান আহাম্মদ (৩০) ও মো. আল আমিন (২৪)। গতকাল মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়।

Manual3 Ad Code

ডিএমপি জানায়, মঙ্গলবার রাতে গ্রিন মডেল টাউন এলাকায় নিয়মিত টহলের সময় সন্দেহজনক একটি প্রাইভেট কার পুলিশের দৃষ্টি আকর্ষণ করে। গাড়িতে থাকা পাঁচ ব্যক্তির সঙ্গে কথা বললে তাদের আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হয়। এ সময় তাঁদের মধ্যে দুইজন কৌশলে গাড়ি থেকে নেমে পাশের বাউন্ডারি ওয়ালের কাছে কিছু একটা ফেলে আসেন।

পরে আরও একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে অভিযানে অংশ নেয়। বাউন্ডারি ওয়ালের পাশ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি। প্রাইভেট কার তল্লাশি করে পাওয়া যায় একটি সুইচ গিয়ার চাকু, ১০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৫ হাজার টাকা এবং ছয়টি মোবাইল ফোন।

ঘটনার পর গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে বলে ডিএমপি জানিয়েছে।

Manual5 Ad Code