১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল করীম

admin
প্রকাশিত ২৮ ডিসেম্বর, রবিবার, ২০২৫ ২২:৫৭:৩৭
মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল করীম

Manual7 Ad Code

বরিশাল: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, মুনাফিকি ও ক্ষমতার লোভে না পড়লে ৮ দলের ঐক্য অটুট থাকবে। আজ রোববার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বরিশাল-৫ আসনের মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ফয়জুল করীম বলেন, “এখন পর্যন্ত ৮ দলের (বর্তমানে বর্ধিত হয়ে ১০ দল) এক ব্যালট এক বাক্স নীতি অটল রয়েছে। কেউ যদি মুনাফিকি না করে কিংবা ক্ষমতার লোভে না পড়ে, তাহলে এই ঐক্য অটুট থাকবে।”

জোট ও আসন বণ্টন প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে আমাদের প্রশ্ন করে, জামায়াত কি আমাদের আসন ছেড়ে দেবে? এটি ভুল প্রশ্ন। এখানে কেউ কাউকে সিট দেবে না। আমরা অ্যালায়েন্স করব। যার যেখানে অবস্থান ভালো, সে সেখানেই নির্বাচন করবে।”

Manual2 Ad Code

এ সময় তিনি আরও বলেন, জোটগতভাবে নির্বাচন করলেও সিদ্ধান্ত নেওয়া হবে পারস্পরিক বোঝাপড়া ও রাজনৈতিক বাস্তবতার ভিত্তিতে।

Manual5 Ad Code

জেলা রিটার্নিং কর্মকর্তা খায়রুল ইসলাম সুমন জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এখন পর্যন্ত ৪৭ জন প্রার্থী মোট ৪৯টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে দুজন প্রার্থী তিনটি করে মনোনয়নপত্র দাখিল করেছেন

Manual7 Ad Code