১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মুন্সিগঞ্জে অবৈধ অস্ত্র তৈরির কারখানা উদ্ঘাটন, সেনাবাহিনী ও পুলিশের অভিযান

admin
প্রকাশিত ১১ নভেম্বর, মঙ্গলবার, ২০২৫ ১৮:৫৯:০৫
মুন্সিগঞ্জে অবৈধ অস্ত্র তৈরির কারখানা উদ্ঘাটন, সেনাবাহিনী ও পুলিশের অভিযান

Manual1 Ad Code

মুন্সিগঞ্জে সুমল লাল নামে এক ব্যক্তির গুদামে অভিযান চালিয়ে একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী ও পুলিশ। সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে সদর উপজেলার পূর্ব শীলমন্দি এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের সেনা সদস্য ও সদর থানা পুলিশের টহল দল যৌথভাবে অভিযানটি চালায়। এ সময় বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকেই আটক করা সম্ভব হয়নি।

Manual6 Ad Code

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৩টি সিসা কার্তুজ, ৫টি লোহার বাঁট, ৭টি ব্যারেল, ৭টি রিকয়েল স্প্রিং, ১টি ওয়েল্ডিং মেশিন, ১টি ড্রিল মেশিন, ৬টি লোহার বোল্ট এবং একটি লোহার তৈরি লেদ মেশিনসহ আরও নানা উপকরণ।

Manual3 Ad Code

সূত্র জানায়, মুন্সিগঞ্জ সদর উপজেলার চরসংলগ্ন এলাকায় স্থানীয় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক সহিংসতার কারণে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক ব্যবহারের ঘটনা প্রায়ই ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া এই কারখানা থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডে অস্ত্র সরবরাহের পরিকল্পনা ছিল। সাম্প্রতিক মোল্লাকান্দি ইউনিয়নের সংঘর্ষেও এই কারখানার অস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে জানা গেছে।

Manual2 Ad Code

উদ্ধার করা সরঞ্জামাদি পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual1 Ad Code

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন,
“সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের অভিযানে গুদামঘর থেকে অবৈধ দেশীয় অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। যৌথ বাহিনীর অভিযান শেষে সরঞ্জামগুলো আমাদের কাছে হস্তান্তর করা হয়। কার মালিকানায় বা কী উদ্দেশ্যে ব্যবহার হচ্ছিল, তা তদন্তাধীন। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপাতত সরঞ্জামাদি আদালতে জমা দেওয়া হয়েছে।”