১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মুন্সিগঞ্জে একই দিনে দুই নদী থেকে নারী ও পুরুষের লাশ উদ্ধার

admin
প্রকাশিত ০৬ ডিসেম্বর, শনিবার, ২০২৫ ১৯:০৪:৫২
মুন্সিগঞ্জে একই দিনে দুই নদী থেকে নারী ও পুরুষের লাশ উদ্ধার

Manual8 Ad Code

মুন্সিগঞ্জের গজারিয়ায় একই দিনে মেঘনা ও কাজলী নদী থেকে অজ্ঞাতনামা এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ ও নৌ পুলিশ। শনিবার দুপুরে দুই নদীর পৃথক স্থানে লাশ দুটি পাওয়া যায়।

Manual4 Ad Code

দুপুর ১২টার দিকে হোসেন্দী ইউনিয়নের ডুবুরচর এলাকায় সিটি গ্রুপের পাশে মেঘনা নদীর তীরে প্রথমে একজন নারীর লাশ দেখতে পান স্থানীয় জেলেরা। মৃত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর।

এর দেড় ঘণ্টা পর, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া দাসকান্দি-সংলগ্ন কাজলী নদীর তীরে আটকে থাকা এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত ওই পুরুষের বয়স আনুমানিক ৩৬ বছর।

Manual4 Ad Code

স্থানীয় জেলে আলী হোসেন বলেন, ‘মেঘনায় লাশটা ভেসে এসে ডুবুরচরে আটকে গেছে বলে মনে হচ্ছে।’
দাসকান্দি এলাকার বাসিন্দা সোহাগ জানান, ‘সকাল থেকেই কাজলী নদীতে লাশ ভাসতে দেখেছি। ভাটা নামতেই তীরে আটকে যায়।’

Manual4 Ad Code

গজারিয়া নৌ পুলিশের ওসি শরজিৎ কুমার ঘোষ জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।’

Manual3 Ad Code

গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘দুটি লাশই অজ্ঞাতপরিচয়ের। পরিচয় নিশ্চিত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। নৌ পুলিশ ও থানা-পুলিশ একসঙ্গে কাজ করছে।