
নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জের গজারিয়ায় জানালার গ্রিল কেটে ঢুকে একদল ডাকাত অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
রোববার (২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি দক্ষিণপাড়ায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. ফজলুল হকের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, রাতের কোনো এক সময় ১৫ থেকে ২০ জন ডাকাত জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। তাঁদের হাতে ছিল রামদা, চায়নিজ কুড়াল, ছেনিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। পরে তারা পরিবারের নারী, পুরুষ ও শিশুদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।
বাড়ির মালিক ফজলুল হক বলেন,
“ডাকাত দল ঘরে ঢুকে আমার নাতির গলায় রামদা ধরে। একে একে সবাইকে জিম্মি করে ফেলে। আমার স্ত্রী ও তিন ছেলের বউয়ের ৩৫ ভরি স্বর্ণালংকার, ৩ লাখ ৫০ হাজার টাকা, ৯টি বিদেশি মোবাইল ফোন ও ঘরের আরও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়— যার আনুমানিক মূল্য ৭৫ থেকে ৮০ লাখ টাকা।”
ফজলুল হকের বড় ছেলের স্ত্রী ফরিদা বলেন,
“বাচ্চাদের গলায় অস্ত্র ধরে আলমারির স্বর্ণালংকার ও টাকাপয়সা ছাড়াও, গায়ে থাকা গলার চেইন, কানের দুল এমনকি নাকের ফুলও খুলে নেয় ডাকাতরা।”
ডাকাতির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় যুবক জিয়া বলেন,
“গ্রামে আগে ছিঁচকে চুরি হলেও এ রকম বড় ডাকাতির ঘটনা এই প্রথম।”
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি আনোয়ার আলম আজাদ) জানান,
“৯৯৯-এ ফোন পেয়ে রাতেই ঘটনাস্থলে যাই। অভিযোগ দিতে বলা হয়েছে। আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”