সিলেট ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫
গত ১৫ মাসের সংঘাতে গাজায় মৃতের সংখ্যা ৪৯ হাজার ছাড়িয়েছে। গতকাল ইসরায়েলের হামলায় আরও ৪০৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন প্রায় দেড় লাখ ফিলিস্তিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের টানা হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী ও শিশু।
জাতিসংঘের বিশ্লেষণ বলছে, নিহতদের অন্তত ৭০ শতাংশই নারী ও শিশু। আহতদের সংখ্যাও দেড় লাখ ছাড়িয়েছে, যাদের মধ্যে ২৫ শতাংশের চোট এতটাই গুরুতর যে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন না।
সংঘাতে শুধু প্রাণহানি নয়, ভয়াবহ মানবিক বিপর্যয়ও নেমে এসেছে গাজায়। জাতিসংঘের মতে, গাজার ৯০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, খাদ্য ও চিকিৎসার চরম সংকটে দিন কাটাচ্ছেন তারা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, গাজার ৫০ শতাংশ হাসপাতাল ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে, আর যেগুলো চালু আছে, সেগুলোও পর্যাপ্ত চিকিৎসা দিতে পারছে না।
ইসরায়েল দাবি করছে, তারা হামাসের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে, এ হামলা বেসামরিক জনগণের ওপর ব্যাপক প্রভাব ফেলছে।
জাতিসংঘের হিসাবে, গাজার অবকাঠামো পুনর্গঠনে কমপক্ষে ৪০ বিলিয়ন ডলার লাগতে পারে, যা বাস্তবে কতদিনে সম্ভব হবে, তা অনিশ্চিত। বিশ্লেষকরা বলছেন, যদি অবিলম্বে যুদ্ধ বন্ধ না হয়, তাহলে গাজার মানবিক বিপর্যয় আরও ভয়াবহ আকার ধারণ করবে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD