সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫
বিশেষ প্রতিনিধি :
ভারতের মেঘালয় রাজ্য থেকে চোরাচালানের মাধ্যমে আসা মহিষের চালান সহ পৌনে ৩ কোটির টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
শনিবার বিজিবি সিলেট সেক্টরের,সিলেট ৪৮ ব্যাটালিয়নের সিলেট-সুনামগঞ্জ সীমান্তে একাধিক বিওপির বিজিবি টহলদল পৃথক পৃথক অভিযানে ওইসব চোরাচালানের মালামাল জব্দ করেছে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মদ, ফেনসিডিল,চিনি, কমলা, গবাদিপশু (মহিষ),মেলনোর স্কিন ক্রিম, অলিভ ওয়েল, আইভল ক্যান্ডি একই সাথে বাংলাদেশ থেকে মেঘালয় রাজ্যে পাচারকালে রসুন, কুইচ্চা (ইল প্রজাতীর মাছ), চোরাচালানের মালালমাল পরিবহনে কাজে ব্যবহ্নত একাধিক ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের মূল্য প্রায় ২ কোটি ৮১ লাখ ২৩ হাজার ৩’শ টাকা।
শনিবার বিকেলে বিজিবি সিলেট সেক্টরের ,সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ন লে. কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জের বাংলাবাজার, সিলেটর তামাবিল, সংগ্রাম, প্রতাবপুর, পান্তুমাই, শ্রীপুর, বিছনাকান্দি, কালাসাদেক,কালাইরাগ বিওিপির বিজিবির টহলদল পৃথক পৃথক অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আসা ওই সব মালামাল ও বালাদেশ থেকে পাচারকালের রসুন এবং কুইচ্চা মাছের চালান জব্দ করেছে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD