২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মেঘালয় থেকে চোরাচালানের মাধ্যমে আসা মহিষের চালানসহ পৌনে ৩ কোটির টাকার মালামাল জব্দ

admin
প্রকাশিত ১৮ জানুয়ারি, শনিবার, ২০২৫ ১৬:৩৩:৩৯
মেঘালয় থেকে চোরাচালানের মাধ্যমে আসা মহিষের চালানসহ পৌনে ৩ কোটির টাকার মালামাল জব্দ

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি :
ভারতের মেঘালয় রাজ্য থেকে চোরাচালানের মাধ্যমে আসা মহিষের চালান সহ পৌনে ৩ কোটির টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

শনিবার বিজিবি সিলেট সেক্টরের,সিলেট ৪৮ ব্যাটালিয়নের সিলেট-সুনামগঞ্জ সীমান্তে একাধিক বিওপির বিজিবি টহলদল পৃথক পৃথক অভিযানে ওইসব চোরাচালানের মালামাল জব্দ করেছে।

 

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মদ, ফেনসিডিল,চিনি, কমলা, গবাদিপশু (মহিষ),মেলনোর স্কিন ক্রিম, অলিভ ওয়েল, আইভল ক্যান্ডি একই সাথে বাংলাদেশ থেকে মেঘালয় রাজ্যে পাচারকালে রসুন, কুইচ্চা (ইল প্রজাতীর মাছ), চোরাচালানের মালালমাল পরিবহনে কাজে ব্যবহ্নত একাধিক ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের মূল্য প্রায় ২ কোটি ৮১ লাখ ২৩ হাজার ৩’শ টাকা।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

শনিবার বিকেলে বিজিবি সিলেট সেক্টরের ,সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ন লে. কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জের বাংলাবাজার, সিলেটর তামাবিল, সংগ্রাম, প্রতাবপুর, পান্তুমাই, শ্রীপুর, বিছনাকান্দি, কালাসাদেক,কালাইরাগ বিওিপির বিজিবির টহলদল পৃথক পৃথক অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আসা ওই সব মালামাল ও বালাদেশ থেকে পাচারকালের রসুন এবং কুইচ্চা মাছের চালান জব্দ করেছে।