১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অ ভি যা ন শুরু ২০ জুলাই

admin
প্রকাশিত ১৮ জুলাই, শুক্রবার, ২০২৫ ২১:৪৫:০৪
মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অ ভি যা ন শুরু ২০ জুলাই

Manual1 Ad Code

সিলেট নগরীতে মেয়াদোত্তীর্ণ বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ মালবাহী মোটরযানগুলোর চলাচল বন্ধে অভিযান শুরু হচ্ছে আগামী রোববার, ২০ জুলাই। এ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশ

Manual6 Ad Code

 

 

দিন ও রাতে একযোগে চলবে এই অভিযান, যা নগরীর প্রধান সড়ক ও মহাসড়কজুড়ে পরিচালিত হবে।

১৭ জুলাই বিকেলে এসএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম (সেবা)।

Manual1 Ad Code

সভায় জানানো হয়, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী মিনিবাস ২০ বছর এবং ট্রাক ও অন্যান্য মালবাহী যান ২৫ বছর পর্যন্ত চলতে পারবে। মেয়াদোত্তীর্ণ যানবাহন অবৈধ হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে রংচটা, অতিরিক্ত ধোঁয়া সৃষ্টি করে এমন যান এবং অনুমোদনবিহীন গাড়ির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

Manual6 Ad Code

এ উদ্যোগের লক্ষ্য হচ্ছে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনার ঝুঁকি কমানো এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আনা।

Manual2 Ad Code

সভায় বিআরটিএ সিলেট অফিসের প্রতিনিধিসহ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা তৈরির কাজ চলবে। তবে অভিযানের সময় কেউ নিয়ম না মানলে, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।