মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অ ভি যা ন শুরু ২০ জুলাই

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৫

মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অ ভি যা ন শুরু ২০ জুলাই

সিলেট নগরীতে মেয়াদোত্তীর্ণ বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ মালবাহী মোটরযানগুলোর চলাচল বন্ধে অভিযান শুরু হচ্ছে আগামী রোববার, ২০ জুলাই। এ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশ

 

 

দিন ও রাতে একযোগে চলবে এই অভিযান, যা নগরীর প্রধান সড়ক ও মহাসড়কজুড়ে পরিচালিত হবে।

১৭ জুলাই বিকেলে এসএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম (সেবা)।

সভায় জানানো হয়, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী মিনিবাস ২০ বছর এবং ট্রাক ও অন্যান্য মালবাহী যান ২৫ বছর পর্যন্ত চলতে পারবে। মেয়াদোত্তীর্ণ যানবাহন অবৈধ হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে রংচটা, অতিরিক্ত ধোঁয়া সৃষ্টি করে এমন যান এবং অনুমোদনবিহীন গাড়ির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এ উদ্যোগের লক্ষ্য হচ্ছে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনার ঝুঁকি কমানো এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আনা।

সভায় বিআরটিএ সিলেট অফিসের প্রতিনিধিসহ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা তৈরির কাজ চলবে। তবে অভিযানের সময় কেউ নিয়ম না মানলে, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ