সিলেট ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৫
গাজীপুরের শ্রীপুরে উল্টা পথের মোটরসাইকেলের সাথে অটোভ্যানের সংঘর্ষের পর ছিটকে পড়ে বাস চাপায় মাসুদ রানা নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা রওনক জাহান চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
মাসুদ রানা (২৬) রংপুর জেলার কোতোয়ালি থানার বানিয়া পড়া গ্রামের আয়নাল হকের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানা চাকরি করতেন। তবে, এ ঘটনা আহতদের নামপরিচয় জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কারখানা ছুটির পর একটি অটোভ্যানে বেশ কয়েকজন ব্যক্তি মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। একই লেনের বিপরীত দিক থেকে উল্টা পথে একটি মোটরসাইকেল আসছিল। ভ্যানের কাছাকাছি আসা মাত্রই কুকুরের পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোভ্যানের সাথে সংঘর্ষ হয় মোটরসাইকেলের। এসময় ভ্যান থেকে ছিটকে পড়েন মাসুদ রানা। একই সময় ঢাকা থেকে আসা ময়মনসিংহ গামী ইসলাম পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে মাথায় ও বুকে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান মাসুদ রানা। এসময় মোটরসাইকেলে থাকা ১জন ও অটোভ্যানে থাকা অপরজন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী যায়যায়দিনকে বলেন,’ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত ইসলাম পরিবহনের বাসটি আটক করা হয়েছে। মূলত ভ্যান থেকে ছিটকে পড়ায় বাস চাপায় ওই যুবকের মৃত্যু হয়। ঘটনাটি খুবই দুঃখজনক। পাশাপাশি উল্টা পথে আসা মোটরসাইকেল চালানোও অপরাধ। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD