২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মোটরসাইকেল চুরি বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলার সভায় উদ্বেগ প্রকাশ ঈদুল আযহায় আইনশৃঙ্খলা রক্ষায় সতর্কবার্তা ইউএনও উর্মি রায়ের।

admin
প্রকাশিত ২৭ মে, মঙ্গলবার, ২০২৫ ২৩:৩৪:১৫
মোটরসাইকেল চুরি বৃদ্ধি পাওয়ায়   আইনশৃঙ্খলার সভায় উদ্বেগ প্রকাশ  ঈদুল আযহায় আইনশৃঙ্খলা রক্ষায়  সতর্কবার্তা ইউএনও উর্মি রায়ের।

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায় বলেছেন, আসন্ন ঈদ-উল আযহায় আইন-শৃংখলা রক্ষায় সর্বোচ্চ সর্তকতা অবস্থায় রয়েছে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন।

Manual1 Ad Code

সে লক্ষ্যে প্রশাসনের প্রত্যেকটি সেক্টরকে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন তিনি । মাদকদ্রব্যের ব্যাপক ছড়াছড়ি প্রতিরোধে আরো কঠোর হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, মাদকের স্পটগুলো নিশ্চিত হয়ে প্রশাসন তথা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। বর্তমান সময়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

 

 

 

 

গতকাল ২৭ মে মঙ্গলবার বিকেলে উপজেলা কনফারেন্স হলে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। সভায় অন্যদের মধ্যে অংশ নেন জালালপুর ইউপি চেয়ারম্যান ওয়েছ আহমদ, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম শায়েস্তা, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মুন্তাকিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রোমান মিয়া, দক্ষিণ সুরমা থানার ওসির পক্ষে এসআই বুলবুল বিশ্বাস, মোগলাবাজার থানার ওসির পক্ষে এসআই মোশাররফ হোসেন, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের পক্ষে ইন্সপেক্টর টিটন শিকদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা।

 

 

Manual3 Ad Code

 

সভায় ইউএনও কোরবানীর পশুর হাটে জাল টাকার ছড়াছড়ি রোধে প্রত্যেকটি হাটে জাল টাকা চিহ্নিতকারী মেশিন স্থাপন করা হবে বলে জানান।
সভায় চাঁদা চেয়ে না পাওয়ায় জনৈক সন্ত্রাসী কর্তৃক সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান আজিজকে মোবাইল ফোনে হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, বিগত ২০২০ সালের ১০ জুলাই এভাবে চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা ওই শ্রমিক সংগঠনের তৎকালীণ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনকে প্রকাশ্য জনসম্মুখে কুপিয়ে হত্যা করে। এই হত্যা মামলাটি এখনও চলমান রয়েছে। এ ব্যাপারে বিশেষ সতর্কতার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

 

 

Manual4 Ad Code

 

 

ইদানিং মোটরসাইকেল চুরি বেড়ে যাওয়ায় সভায় উদ্বেগ প্রকাশ করে তা প্রতিরোধে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়।
সভায় সিলেটে বেপরোয়া চুরি-ছিনতাই-রাহাজানীতে নাম্বারপ্লেটবিহীন সিএনজিচালিত অবৈধ অটোরিক্সার সম্পৃক্ততার কথা পুণর্ব্যক্ত করা হলে উভয় থানার পুলিশ প্রতিনিধি এ ব্যাপারে কঠোর অভিযান চলমান রয়েছে মর্মে আশ্বাস প্রদান করেন।

Manual5 Ad Code