সিলেট ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫
এমদাদুর রহমান চৌধুরী জিয়া :
নবীগঞ্জ উপজেলার জুম্মার নামাজ আদায় করতে এসে মসজিদের মধ্যে মুতাওল্লি নিয়োগ ও মসজিদের হিসাব নিকাশ নিয়ে কথা কাটাকাটির জের ধরে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৪জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এনিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
জানাযায়, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মথুরাপুর জামে মসসিজদের নতুন মুয়াতাল্লি নিয়োগ, পুরাতন মুয়াতাল্লিকে অব্যাহতি ও মসজিদের হিসাব নিকাশ নিয়ে গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। মসজিদের হিসাব নিকাশ নিয়ে এর আগে কযেক দফা গ্রাম্য পঞ্চায়েত বসে কোন সুরাহা হয়নি। শুক্রবার (৪ জুলাই) জুম্মার নামাজের সময় পুরাতন মুয়াতাল্লি প্রবীন মুরব্বি আলাল মিয়া অব্যাহতি চেয়ে হিসাব নিকাশ দিতে চাইলে এই বিষয় নিয়ে মথুরা পুর গ্রামের হাফেজ নজরুল ইসলাম গং ও শামীম আহমদ মনা গংদের মধ্যে মসজিদের ভিতরে কথা কাটাকাটি শুরু হলে শামীম আহমদ মনা গংরা হাফেজ নজরুল ইসলাম গংদের উপর হামলা করে। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হন। এতে গুরুতর আহতরা হলেন, হাফেজ নজরুল ইসলাম (৫৫) রায়হান কবীর (৩৬) রহিম উদ্দিন(৩৮) হাম্মদ মিয়া (২৮) ইসরাফিল (৬০) নুুনু মিয়া (৩৫) ফজলু মিয়া(৩২) সাজ্জাদ মিয়া (৩৩) নিজাম উদ্দিন (৩৬) অপর পক্ষের আহতরা হলেন শামীম আহমদ মনা (৪৫)শামসু মিয়া (৬২) সুলেয়মান মিয়া (৫২) জুয়েল আহমদ (৪০) আলতা মিয়া (৪৫) রোমান মিয়া (৩৫) জনি (২২) ও রব্বান মিয়া (৩০) প্রমূখ। এদের মধ্যে হাফেজ নজরুল ইসলাম (৫৫) রায়হান কবীর রহিম উদ্দিন(৩৮) হাম্মদ মিয়া (২৮) ও নিজাম উদ্দিন (৩৬) কে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
হাফেজ নজরুল ইসলাম বলেন, শুক্রবার জুম্মার নামাজের সময় নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মথুরাপুর জামে মসসিজদের পুরাতন মুয়াতাল্লি আলাল মিয়া অব্যাহতি চেয়ে ও মসজিদের হিসাব নিকাশ দিতে চাইলে শামীম আহমদ মনা গংরা অর্তকিত হামলা করে। আমাদের মসজিদের নামাজ পড়তে বাঁধা দেয়।এর আগে মসজিদের হিসাব নিকাশ নিয়ে কযেক দফা গ্রাম্য পঞ্চায়েত বসে কোন সুরাহা হয়নি।
অপর পক্ষের শামীম আহমদ মনা বলেন, আগের পুরাতন মুয়াতাল্লির কাছে হিসাব নিকাশে গড়মিল ছিল, তিনি ৩৬ হাজার টাকার কোন হিসাব দিতে পারেননি। আমরা সঠিক হিসাব চাইলে হাফেজ নজরুল গংরা উত্তেজিত হয়ে উঠেন। তিনি মসজিদ কমিটির সদস্য নয় ।
এব্যাপারে মুয়াতাল্লি আলাল মিয়া বলেন, আমি হিসাব নিকাশ দিতে চাইলে এই নিয়ে কথা কাটাকাটি ও মারামারি হয়েছে।
এব্যাপারে নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এবিষয়ে কোন পক্ষ এখনও মামলা দেয়নি। মামলা হলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD