১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মোস্তাফিজ ইস্যুতে উদ্বেগ, ভারতে বিশ্বকাপ খেলাকে ঝুঁকিপূর্ণ মনে করছেন আমিনুল হক

admin
প্রকাশিত ০৩ জানুয়ারি, শনিবার, ২০২৬ ১৪:৪৯:২৭
মোস্তাফিজ ইস্যুতে উদ্বেগ, ভারতে বিশ্বকাপ খেলাকে ঝুঁকিপূর্ণ মনে করছেন আমিনুল হক

Manual2 Ad Code

ঢাকা:
সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। এই প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ঘটনাটি নিয়ে বাংলাদেশ ক্রিকেট মহলে উদ্বেগ বাড়ছে।

এমন পরিস্থিতিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দলের জন্য ভারত সফর ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তিনি পরিস্থিতি স্বাভাবিক করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং সরকারের দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Manual3 Ad Code

সংবাদমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় আমিনুল হক বলেন, ‘সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মোস্তাফিজ ইস্যুর পর যদি আমাদের ক্রিকেটাররা ভারতে গিয়ে খেলেন, তাহলে একটা শঙ্কার জায়গা থেকে যাবে। সেই শঙ্কা কীভাবে দ্রুত কাটিয়ে ওঠা যায়, সেটি ক্রিকেট বোর্ড এবং সরকারের দায়িত্বশীলদের ভাবতে হবে। দ্রুত আলোচনার মাধ্যমে এর সুরাহা হওয়া প্রয়োজন।’

Manual2 Ad Code

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী পর্বের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে। তার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষে আগামী ২৬ জানুয়ারি ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

Manual3 Ad Code

‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইংল্যান্ড ও ইতালি। আগামী ৮ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ।