সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৫
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে গণপিটুনি দিয়েছে জনতা। এ ঘটনায় একজন গুরুতর আহত যুবক মারা গেছেন, অপরজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
সোমবার বিকেল সোয়া ৩টার দিকে চন্দ্রিমা এলাকার ১২ নম্বর হাক্কার পাড় এলাকায় এই ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
নিহত যুবকের নাম ইয়ামিন (২৩), তার গ্রামের বাড়ি ভোলার লালমোহন এলাকায়। গুরুতর আহত ফাহিম (২৪) বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং তার বাড়িও ভোলার লালমোহনে।
পুলিশ জানায়, মোবাইল ছিনতাইয়ের সময় হাতেনাতে ধরা পড়ায় স্থানীয়রা তাদের গণপিটুনি দেয়। আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়ার পর ইয়ামিনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল উদ্ধার করা হয়েছে।
ডিএমপি আরও জানিয়েছে, এ ঘটনায় মোহাম্মদপুর থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে—একটি মোবাইল ছিনতাইয়ের, আরেকটি নিহত হওয়ার ঘটনায়।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD