১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার

admin
প্রকাশিত ০৭ অক্টোবর, মঙ্গলবার, ২০২৫ ২১:৪৮:৪১
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে মাদক ও চুরি–সহ বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

Manual2 Ad Code

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি ও চুরি–সহ নানা অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়। অভিযানে চারটি অটোরিকশার ব্যাটারি, ১০০ পুরিয়া হেরোইন, ৩০ গ্রাম গাঁজা এবং ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

Manual2 Ad Code

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খুশি ওরফে খুকি (৩০), অমিত (২৫), সাগর (৩০), ইসমাইল হোসেন মালেক (৪০), মোহাম্মদ আলী (৩২), আওয়াল ব্যাপারী (৪২), মিশাল (১৮), ফয়সাল (১৮), রায়হান (২২), ইমরান (২৬), মামুন (২৫), রাব্বি (২৫), নাইম মোল্লা (২৩) ও মঞ্জিল শরীফ অপু (২৩)।

মোহাম্মদপুর থানা–পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অনেকেই নিয়মিত মামলার আসামি। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code