
মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘ'র নতুন কমিটির শপথ গ্রহণ সম্পূর্ণ
গোয়াইনঘাট প্রতিনিধি:: শপথ নিলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্যতম সামাজিক সংগঠন মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘ'র নবনির্বাচিত কমিটির সদস্যরা।
শুক্রবার (১৭ মে) বেলা ২টায় মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘ'র নিজস্ব কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘ'র
প্রধান আহবায়ক সিরাজ মিয়ার সভাপতিত্বে ও শেরগুল গোসাইয়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদির।
বিশেষ অতিথি ছিলেন
পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী আহ্বায়ক,কামাল হোসেন,মামার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুবায়ের আহমদ, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত পাঠ করেন মোহাম্মদপুর মাদ্রাসার ইমাম হযরত মাওলানা শামসুল হক। স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘ'র নবনির্বাচিত সভাপতি এম.এ রাজ্জাক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ফরহাদ আলী, সাবেক সাধারণ সম্পাদক সুলতান আহমদ, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন নাজিম উদ্দিন, প্রমুখ। পরে শেরগুল গোসাই নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান।