শেখ হাসিনা সংক্রান্ত বক্তব্য ভাইরাল, যুবক আটক।মৌলভীবাজারের কুলাউড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। ভিডিওটিতে দেখা যায়, ওই যুবক বিএনপির ব্যানারের নিচে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বক্তব্য দিচ্ছেন এবং “জয় বাংলা” স্লোগান দিচ্ছেন। এ ঘটনায় ফাহিম ইসলাম নামের ওই ব্যক্তিকে শনিবার (৯ আগস্ট) রাতে কুলাউড়া পৌর শহরের মাগুরা এলাকা থেকে আটক করা হয়।
ফাহিম সিলেটের বিয়ানীবাজার উপজেলার দাসুরা বাজার এলাকার বাসিন্দা মইনুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি কুলাউড়া পৌর এলাকার মাগুরা অঞ্চলে পরিবারসহ ভাড়া বাসায় থাকেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, ভিডিওটি নজরে আসার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এরপর রোববার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়।