জুড়ি উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে ১০ আগষ্ট,২৫ স্হানীয় বিএনপি অফিসে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আবেদ রাজার সভাপতিত্বে নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হয়। উপস্হিত ছিলেন নির্বাচন কমিশনার ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল ও মোঃ নজরুল ইসলাম।
[video width="848" height="478" mp4="https://sylheterbarud.com/wp-content/uploads/2025/08/VID-20250811-WA0019.mp4"][/video]
সভায় ১৭ আগষ্ট মক্তদির বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিতব্য কাউন্সিল সফল করার লক্ষ্যে কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় অর্থ বা প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের প্রলুব্ধ করার প্রমাণ পাওয়া গেলে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।