মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিএনপির সম্মেলন ও কাউন্সিলে মাসুম রেজা সভাপতি, মতিউর রহমান চুনু সম্পাদক নির্বাচিত।। প্রধান নির্বাচন কমিশনার এড আবেদ রাজা ফলাফল ঘোষণা করেন।।
[video width="480" height="480" mp4="https://sylheterbarud.com/wp-content/uploads/2025/08/WhatsApp-Video-2025-08-18-at-04.47.33_47bd67c6-1.mp4"][/video]
জুড়ীস্হ মক্তদির বালিকা বিদ্যালয়ে দিনভর সম্মেলন ও কাউন্সিলের পর সন্ধ্যায় সরাসরি ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় এবং কুলাউড়ার গণমানুষের নেতা, সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তি এডভোকেট আবেদ রাজা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আঃ মোস্তাকিম বাবুল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, সাবেক সভাপতি নাসের রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আঃ রহিম রিপন, সাবেক সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজানসহ অন্যান্য নেতৃবৃন্দ।।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হাজী আঃ কাইউম, যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ ও সাংগঠনিক সম্পাদক রুমেল আহমদ নির্বাচিত হয়েছেন।।