১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারের রাজনগরে যৌথ বাহিনীর অভিযানে – এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার

admin
প্রকাশিত ৩১ জুলাই, বৃহস্পতিবার, ২০২৫ ১৯:১০:৫৬
মৌলভীবাজারের রাজনগরে যৌথ বাহিনীর অভিযানে – এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার

Manual2 Ad Code

মোঃ মাছুম আহমদ জুড়ী মৌলভীবাজারঃ মৌলভীবাজারের রাজনগরে যৌথ বাহিনীর অভিযানে এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রসমূহ রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, গত (২৯ জুলাই) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের প্রেমনগর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালীন দেশীয় অস্ত্রসহ একটি এয়ারগান প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করা হয়।

 

 

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

 

 

উক্ত সংঘর্ষ তীব্র হলে মৌলভীবাজার সেনা ক্যাম্প থেকে মেজর জি.এম.হাসান শাহরিয়ার জিন্নাহ এর নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ১২ জন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। যৌথ বাহিনীর তল্লাশিতে সংঘর্ষে ব্যবহৃত ১টি এয়ারগান, ২টি দা, ৬টি বর্শা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। মৌলভীবাজার সেনা ক্যাম্প কর্তৃক অবৈধ অস্ত্র ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে বলে নিশ্চিত করেছে যৌত্র বাহিনী।

Manual6 Ad Code