মৌলভীবাজার: উম্মাহ ফাউন্ডেশন বাংলাদেশের ষষ্ঠ কর্মসূচির অংশ হিসেবে জেলার একটি মাদ্রাসায় শিক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এ উপলক্ষে প্রবাসী ভাইদের সহযোগিতায় ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
এই অনুদান প্রদানে মধ্যস্থতা করেন উম্মাহ ফাউন্ডেশন বাংলাদেশের মৌলভীবাজার জেলার উপদেষ্টা জনাব আব্বাস আলী। তাঁর উদ্যোগে সংগৃহীত অর্থ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আহমদ তারেক খাঁন–এর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুদান গ্রহণের পর উপস্থিত সকলেই উম্মাহ ফাউন্ডেশন বাংলাদেশের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত হোক—এই দোয়া কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন।
উম্মাহ ফাউন্ডেশন বাংলাদেশ জানায়, দেশের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তায় তাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।