মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মুদাব্বির হোসেন মুনিমের সাংবাদিক সম্মেলন

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৫

মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মুদাব্বির হোসেন মুনিমের সাংবাদিক সম্মেলন

মোঃ মাছুম আহমদ জুড়ী মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, চার্টার্ড একাউন্ট্যান্ট (ইংল্যান্ড ও বাংলাদেশ) এবং তিতুমীর কলেজের সাবেক ছাত্রনেতা ড. মুদাব্বির হোসেন মুনিম বড়লেখা ও জুড়ী উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

 

 

 

গত বুধবার (২৭ আগস্ট) বড়লেখার ইয়াম্মি প্যারাডাইজ পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ড. মুদাব্বির হোসেন মুনিম বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই আমি মাঠে কাজ করছি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, এলাকার উন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসার, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘদিনের মৌলিক সমস্যা সমাধানে কাজ করাই আমার অঙ্গীকার।”

 

 

 

তিনি আরও বলেন, তাঁর আন্তর্জাতিক যোগ্যতা ও দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করাই হবে তাঁর মূল লক্ষ্য। সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি খোলামেলা মত প্রকাশ করেন এবং রাজনীতির পাশাপাশি উন্নয়ন অভিযাত্রায় গণমাধ্যমের গঠনমূলক ভূমিকাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ