১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ময়মনসিংহে অসময়ে বৃষ্টিতে ফসলের ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

admin
প্রকাশিত ০৩ নভেম্বর, সোমবার, ২০২৫ ১৮:০১:১৭
ময়মনসিংহে অসময়ে বৃষ্টিতে ফসলের ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual2 Ad Code

ময়মনসিংহে নভেম্বরের শুরুতে টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকরা। গত শুক্রবার (৩১ অক্টোবর) থেকে শুরু হওয়া বৃষ্টিপাতে আমন ধান, রবি ফসল ও শাকসবজির খেত ডুবে যাওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

বৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকার অনেক কৃষকের জমির কাজ বন্ধ হয়ে গেছে। অনেকে আমন ধান কাটতে পারছেন না, আবার অনেকের সবজি ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে।

Manual6 Ad Code

বয়রা গ্রামের কৃষক শাম্মত আলী বলেন,

“নভেম্বর মাসে এমন বৃষ্টি আগে কখনো দেখিনি। বাড়ির সামনে ১৫ শতক জমিতে সবজি আবাদ করেছি। কয়েকদিনের বৃষ্টিতে গাছগুলো মরে যাচ্ছে, ফসল নষ্ট হয়ে গেছে।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক মো. এনামুল হক বলেন,

“জেলার ১৩টি ‍উপজেলায় চলতি আমন মৌসুমে ২ লাখ ৬৮ হাজার ১১০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এ বছর ৪১ হাজার ৬৫০ হেক্টরে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে; কিন্তু টানা বৃষ্টির কারণে অনেক এলাকায় আবাদ করা যাচ্ছে না।”

তিনি আরও জানান,

Manual5 Ad Code

“২১ হাজার ৬০০ হেক্টরে শাকসবজি আবাদ করার লক্ষ্য থাকলেও এখন পর্যন্ত প্রায় ৫ হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে। বৃষ্টিতে ধান ও সবজির ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার ব্যবস্থা করা হবে।”

Manual5 Ad Code