১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ময়মনসিংহ জেলা পরিষদে অনিয়ম তদন্তে দুদক

admin
প্রকাশিত ২৪ সেপ্টেম্বর, বুধবার, ২০২৫ ২২:২৭:১২
ময়মনসিংহ জেলা পরিষদে অনিয়ম তদন্তে দুদক

Manual2 Ad Code

ময়মনসিংহ জেলা পরিষদে জনস্বাস্থ্য খাতে বরাদ্দের অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বেলা ১১টায় জেলা পরিষদ কার্যালয়ে অভিযান চালায় দুদকের চার সদস্যের একটি দল।

Manual1 Ad Code

সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব বাজেটের ‘জনস্বাস্থ্য’ উপখাতে ৪৭টি প্রকল্পে ৮৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু এসব বরাদ্দে নানা অনিয়মের অভিযোগ ওঠে। অভিযানের সময় প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদার অফিসে উপস্থিত ছিলেন না। পরে কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পের নথিপত্র সংগ্রহ করে যাচাই-বাছাই এবং সরেজমিন তদন্তে যায় দুদকের দল।

Manual1 Ad Code

দুদকের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলু মিয়া জানান, নথিপত্র যাচাই ও সরেজমিন তদন্ত শেষে প্রতিবেদন কমিশনে পাঠানো হবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগে বলা হয়েছে, অস্তিত্ববিহীন প্রতিষ্ঠান, এক ব্যক্তির নামে একাধিক প্রকল্প এবং আবেদন না করেও প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। এমনকি পারিবারিক কবরস্থানকেও সামাজিক প্রকল্প দেখিয়ে বরাদ্দ নেওয়া হয়েছে। স্থানীয় এক ব্যক্তির যোগসাজশে এসব বরাদ্দে প্রধান নির্বাহী কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

Manual5 Ad Code

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি।