১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

যমুনা সেতুতে ১৫ গাড়ি বিকল

admin
প্রকাশিত ১৪ জুন, শনিবার, ২০২৫ ২২:৩০:৩১
যমুনা সেতুতে ১৫ গাড়ি বিকল

Manual7 Ad Code

ঈদের ছুটি শেষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে ঢাকায় ফিরতে মানুষের ঢল নেমেছে। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত যমুনা সেতুর ওপর ১৫টি গাড়ি বিকল হয়ে পড়ে। এতে সেতুর দুই প্রান্তে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

Manual1 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।

সরেজমিনে দেখা যায়, যানজটের কারণে শনিবার বেলা সাড়ে ৩টা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন বন্ধ করে সেতুর দুই প্রান্ত দিয়ে ঢাকাগামী যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হয়।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থেকে। ওই রাতে যমুনা সেতুর ওপর সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত গাড়ি রেকার দিয়ে সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। ওই রাতে একে একে বেশ কয়েকটি গাড়ি বিকল হতে থাকে। সেগুলো ঠিক করতে ও সারিয়ে নিতে সময় লাগে। এ সময় উভয় পাশে টোল আদায় বন্ধ রাখা হয়।

Manual7 Ad Code

এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল রাতে বলেন, ‘এখনো সেতুর ওপর একটি গাড়ি বিকল হয়ে রয়েছে। সব মিলিয়ে শুক্রবার রাত থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৫ টির বেশি গাড়ি বিকল হয়েছে। বিশেষ করে লক্কড়-ঝক্কড় গাড়ি বিকল হচ্ছে। এ ছাড়া ভালো গাড়িও বিকল হচ্ছে।’

Manual2 Ad Code

আহসানুল কবীর আরও বলেন, ‘শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনার পর থেকে ১ ঘণ্টা পরপর সেতুর ওপর গাড়ি বিকল হচ্ছে। ফলে গাড়িগুলো রানিং করা যাচ্ছে না। মহাসড়কে প্রচুর যানবাহন রয়েছে। আশা করছি, শিগগির যানবাহন চলাচল স্বাভাবিক হবে।’

Manual2 Ad Code