সিলেট ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৫
যশোরের চৌগাছায় ধর্ষণে ব্যর্থ হয়ে এক গৃহবধূর আঙুল কামড়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। রবিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম তাহাজ্জুদ হোসেন ট্যানা (৪৫)। দীর্ঘদিন ধরে তিনি ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। আহত নারীকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ বছর বয়সী ওই নারী বাড়িতেই একটি মুদিদোকান চালান। তাঁর স্বামী বাইরে রাজমিস্ত্রির কাজ করায় তিনি প্রায়ই একা থাকতেন। এ সুযোগে রবিবার দুপুরে তাহাজ্জুদ হোসেন তাঁকে ধর্ষণের চেষ্টা চালান। ব্যর্থ হয়ে তিনি নারীর বাঁ হাতের কনিষ্ঠ আঙুল কামড়ে বিচ্ছিন্ন করে ফেলেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করে পুলিশে দেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে। আটক তাহাজ্জুদ হোসেন ওই মামলার আসামি। তাঁকে থানা হাজতে রাখা হয়েছে এবং আগামীকাল আদালতে পাঠানো হবে।”
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD