যশোরে চায়ের দোকানে আওয়ামী লীগ নেতা খুন, পরিবারে শোকের মাতম

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫

যশোরে চায়ের দোকানে আওয়ামী লীগ নেতা খুন, পরিবারে শোকের মাতম

যশোর প্রতিনিধি: যশোরের মনিরামপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম (৪২) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে রাজগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। তিনি চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আশরাফুল স্থানীয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহার আলীর ছোট ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে তিনিও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

হত্যার পেছনে পুরোনো বিরোধ

নিহতের মেজো ভাই শাহাজান হোসেন বলেন, দুই বছর আগে এক সালিসে আশরাফুল এক যুবককে চড় মারেন। সেই ঘটনা থেকে বিরোধ সৃষ্টি হয়। পরবর্তীতে প্রতিপক্ষরা একাধিকবার হামলার চেষ্টা চালায়। সম্প্রতি এলাকার সাখাওয়াতের ছেলে কামাল তাঁকে হত্যার হুমকি দিয়ে আসছিল। অবশেষে শনিবার রাতে কয়েকজন মিলে রাজগঞ্জ বাজারে আশরাফুলকে ছুরিকাঘাতে হত্যা করে।

প্রত্যক্ষদর্শীর বর্ণনা

ঘটনার প্রত্যক্ষদর্শী দোকানি তানিয়া খাতুন জানান, টিভি দেখার সময় হঠাৎ এক যুবক দোকানে ঢুকে আশরাফুলের বুকে ছুরি মারে। আশরাফুল পালাতে চাইলে আরও দুবার কোপানো হয়। তাঁকে বাঁচাতে গেলে চাচাতো ভাই তারেকও আহত হন। পরে আশরাফুল ঘটনাস্থলেই মারা যান।

পুলিশের বক্তব্য

মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান বলেন, “এ ঘটনায় এখনও মামলা হয়নি। আমরা একজনকে সন্দেহের তালিকায় রেখেছি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

নিহতের পরিবার জানিয়েছে, ছোট ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন তাঁর বৃদ্ধা মা। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ