সিলেট ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫
যশোরের চৌগাছায় দুটি গাঁজার গাছসহ রিয়াজ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার কেসমতখাঁনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রিয়াজ উপজেলার নারায়নপুর ইউনিয়নের কেসমতখানপুর গ্রামের আজগর আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, এসআই মেহেদী হাসান মারুফের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার নারায়নপুরের কেসমতখাঁনপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ড্রাগন ফলের বাগানে তল্লাশি চালিয়ে দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাগানের মালিক রিয়াজকে আটক করা হয়।
আটক রিয়াজের চাচাতো ভাই জাকির হোসেন জানান, রিয়াজ মূলত একজন ব্যবসায়ী। নিজের দোকানে সার বিক্রির পাশাপাশি চা-নাস্তার ব্যবস্থাও রয়েছে তার। সেই সঙ্গে রয়েছে একটি ড্রাগন ফলের বাগান। জাকিরের ভাষ্যমতে, রিয়াজের বাবা দীর্ঘদিন ধরে গোপনে গাঁজা সেবন করে আসছিলেন। প্রায়ই তাকে ড্রাগন বাগানে বসে গাঁজা টানতে দেখা যেত। ধারণা করা হচ্ছে, সেখানেই পড়ে যাওয়া গাঁজার বীজ থেকে দুটি গাছ গজিয়ে ওঠে।
জাকির বলেন, “রিয়াজ যখন গাঁজা গাছগুলো কেটে ফেলতে যায়, তখন তার বাবা হুমকি দেন—গাছ কাটলে ড্রাগনের গাছও কেটে ফেলবেন। তাই বাধ্য হয়ে রিয়াজ গাছগুলো রাখতে বাধ্য হয়।” তিনি আরও দাবি করেন, “রিয়াজ পুরোপুরি নির্দোষ। ওর বাবার আসক্তির কারণেই এই বিপত্তি।”
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, “মাদক ও মাদক চাষের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।”
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD