সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫
ঢাকা, সোমবার (৬ অক্টোবর): রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে অপহৃত এক ব্যবসায়ীকে মুক্তিপণ দিয়ে উদ্ধার করার দাবি করেছেন তাঁর স্বজনেরা। উদ্ধার হওয়া ব্যবসায়ীর নাম মো. মকবুল (৩৮)। তিনি পেশায় কসাই ও গরুর ভুঁড়ি বিক্রেতা।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের মদনপুর এলাকা থেকে তাঁকে উদ্ধার করে স্বজনেরা। পরে বিকেলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরিয়ে আনা হয়।
মকবুলের বড় ভাই মো. শাহ আলম জানান, তাঁদের বাড়ি সোনারগাঁ উপজেলার আলমপুরা গ্রামে। ভোরে মকবুল কাজে ঢাকায় এসে যাত্রাবাড়ীতে নামেন। এ সময় চার থেকে পাঁচজন ব্যক্তি একটি মাইক্রোবাসে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং চোখ বেঁধে ফেলে।
শাহ আলমের অভিযোগ,
“গাড়ির ভেতরে তাঁকে হাতুড়ি দিয়ে পেটানো হয়। পরে অপহরণকারীরা পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নিরুপায় হয়ে আমরা বিকাশে ৬০ হাজার টাকা পাঠাই। এরপর তাঁকে মদনপুর বাসস্ট্যান্ডের পাশে ফেলে রেখে যায় অপহরণকারীরা।”
পরিবারের সদস্যরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান,
“বিকেলে আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর স্বজনেরা তাঁকে বাড়িতে নিয়ে গেছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।”
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD