নাহিদ ইসলাম বলেন, আপনাদের সন্তানরা যারা রাস্তায় জীবন দিয়েছে, তাদের আকাঙ্খা পূরণের জন্য হলেও এই রাষ্ট্রের ফিটনেস আমাদের তৈরি করতে হবে। এই রাষ্ট্রের মেরামত আমাদের করতে হবে। আর সেই রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটে পৌর শহরের হাজিপাড়ায় সার্কিট হাউজ থেকে জেলা মডেল মসজিদে (কেন্দ্রীয় মসজিদে) নামাজ আদায় করতে যান তারা। পরে সেখান থেকে পদযাত্রা শুরু করে আলফাত স্কয়ার পয়েন্টে যান। সেখানে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।
নাহিদ ইসলাম ছাড়াও পদ যাত্রায় যোগ দিয়ে বক্তৃতা করেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক অনিক রায়, যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশিরসহ শতাধিক নেতৃবৃন্দ অংশ নেন।