২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

যুক্তরাজ্যে চীনা ইভি নির্মাতা বিওয়াইডির বিক্রি রেকর্ডে, বাজার অংশীদারিত্ব ৩.৬%

admin
প্রকাশিত ০৭ অক্টোবর, মঙ্গলবার, ২০২৫ ২১:৫৪:৩০
যুক্তরাজ্যে চীনা ইভি নির্মাতা বিওয়াইডির বিক্রি রেকর্ডে, বাজার অংশীদারিত্ব ৩.৬%

Manual1 Ad Code

আন্তর্জাতিক প্রতিবেদক:
চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা জায়ান্ট বিওয়াইডি জানিয়েছে, যুক্তরাজ্য এখন তাদের দেশের বাইরে সবচেয়ে বড় বাজারে পরিণত হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে তাদের গাড়ি বিক্রি গত বছরের তুলনায় ৮৮০ শতাংশ বেড়েছে।

Manual2 Ad Code

বিওয়াইডির হিসাব অনুযায়ী, গত মাসে যুক্তরাজ্যে তারা ১১,২৭১টি গাড়ি বিক্রি করেছে। এর মধ্যে অধিকাংশই সিল-ইউ মডেলের প্লাগ-ইন হাইব্রিড এসইউভি। যুক্তরাজ্যে ইলেকট্রিক গাড়ির (ইভি) চাহিদা বৃদ্ধিই এই বিপুল বিক্রির মূল কারণ।

Manual6 Ad Code

যুক্তরাজ্যের মোটর শিল্প সংস্থা ‘সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার্স’ (এসএমএমটি) জানিয়েছে, সেপ্টেম্বর মাসে ব্যাটারি চালিত গাড়ির বিক্রি প্রায় ৭৩,০০০ ইউনিটে পৌঁছেছে, আর প্লাগ-ইন হাইব্রিড গাড়ির বিক্রি বেড়েছে আরও দ্রুত হারে।

Manual7 Ad Code

বিওয়াইডি-এর যুক্তরাজ্য শাখার ব্যবস্থাপক বোনো গে জানিয়েছেন, কোম্পানির বাজার অংশীদারিত্ব এখন ৩.৬ শতাংশে পৌঁছেছে। সম্প্রতি যুক্তরাজ্যে বিওয়াইডি-এর ১০০ তম শোরুমও উদ্বোধন করা হয়েছে। তিনি বলেন, “ব্রিটেনে আমাদের ভবিষ্যৎ অত্যন্ত আশাব্যঞ্জক।”

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাজ্য চীনা ইভি নির্মাতাদের কাছে আকর্ষণীয় বাজার, কারণ দেশটি চীনা গাড়িতে কোনো শুল্ক আরোপ করেনি। তবে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে উচ্চ শুল্কের কারণে চীনা ইভি আমদানি সীমিত।

Manual5 Ad Code

এদিকে, যুক্তরাজ্য সরকার ইভি কেনার জন্য ৬৫০ মিলিয়ন পাউন্ড ভর্তুকি দিলেও চীনা গাড়িগুলোকে সেই সুবিধার বাইরে রাখা হয়েছে। বিওয়াইডি এই সিদ্ধান্তের সমালোচনা করেছে এবং জানিয়েছে, এতে দীর্ঘমেয়াদে যুক্তরাজ্যের গাড়ির বাজার ক্ষতিগ্রস্ত হতে পারে।