২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রজব, ১৪৪৭ হিজরি

যুক্তরাষ্ট্রে বিদেশি চলচ্চিত্র ও আসবাবপত্রের ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

admin
প্রকাশিত ২৯ সেপ্টেম্বর, সোমবার, ২০২৫ ২১:৩১:৩২
যুক্তরাষ্ট্রে বিদেশি চলচ্চিত্র ও আসবাবপত্রের ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

Manual8 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এবার তিনি ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি যেকোনো চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি যেসব দেশ যুক্তরাষ্ট্রে আসবাবপত্র তৈরি করে না, তাদের ওপরও অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রশিল্পকে ‘অন্যান্য দেশ চুরি করে নিয়ে গেছে, ঠিক যেমন বাচ্চারা চকলেট চুরি করে’।

Manual2 Ad Code

তিনি আরও লিখেছেন, “ক্যালিফোর্নিয়া দুর্বল ও অদক্ষ গভর্নরের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং, এই দীর্ঘদিনের সমস্যা সমাধানে আমি যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি যেকোনো চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি।”

Manual5 Ad Code

এর কিছুক্ষণ পর আরেকটি পোস্টে ট্রাম্প বলেন, “নর্থ ক্যারোলাইনা একসময় আসবাবপত্রের জন্য বিখ্যাত ছিল। এই ব্যবসা এখন পুরোপুরি চীন ও অন্যান্য দেশের কাছে চলে গেছে। নর্থ ক্যারোলাইনা আবারও মহান করে তোলার জন্য আমি সেসব দেশের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছি, যারা যুক্তরাষ্ট্রে তাদের আসবাবপত্র তৈরি করে না।”

Manual7 Ad Code

ব্লুমবার্গ জানিয়েছে, ঠিক কবে থেকে এ শুল্ক কার্যকর হবে, সে বিষয়ে ট্রাম্প কিছু জানাননি। তিনি শুধু বলেছেন, বিস্তারিত পরে জানানো হবে। তবে সংশ্লিষ্ট মহলের ধারণা, এবার ট্রাম্পের শুল্ক নীতি মূলত সিনেমা ও আসবাবপত্রকেই লক্ষ্য করে।