১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রংপুরে মায়ের হাতে ৫ মাসের শিশুকন্যা খুন

admin
প্রকাশিত ১৫ সেপ্টেম্বর, সোমবার, ২০২৫ ১২:৫৬:২৮
রংপুরে মায়ের হাতে ৫ মাসের শিশুকন্যা খুন

Manual1 Ad Code

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মায়ের হাতে খুন হলো পাঁচ মাস বয়সী শিশুকন্যা। মানসিক অসুস্থতায় ভোগা মা তুলসী রানী ভোরে নিজের শিশুকে ঘরে নিয়ে গলা কেটে হত্যা করেন। সোমবার সকাল ছয়টার দিকে কুর্শা ইউনিয়নের পলাশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

শিশুটির বাবা বাবু লাল বলেন, মাসখানেক ধরে স্ত্রী অসুস্থ ছিলেন। সাধারণত শিশুটি শাশুড়ির কাছেই থাকত। ভোরে কান্না শুরু হলে মায়ের কোলে দেওয়া হয়। কিছুক্ষণ পরই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। শাশুড়ি পাতানী রানী জানান, দুধ খাওয়ানোর জন্য শিশুকে পুত্রবধূর হাতে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁরা রক্তাক্ত শিশুকে বাবার হাতে দেখতে পান।

Manual7 Ad Code

ঘটনার পর গ্রামে শোক নেমে আসে। তবে তুলসী রানী নির্বিকার ছিলেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। আজই চিকিৎসকের কাছে নেওয়ার কথা ছিল।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ফারুক বলেন, অভিযুক্ত মা হত্যার কথা স্বীকার করেছেন। তাঁকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual8 Ad Code