সিলেট ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫
ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার শিশুরা যখন রক্তে ভেসে যাচ্ছে, মধ্যপ্রাচ্যের আকাশে যখন গর্জে উঠছে যুদ্ধবিমান, তখন সৌদি আরবের ঐতিহাসিক শহর আল-উলায় চলছে ডিজে পার্টি ও আলোক উৎসব।
গাজার রক্তাক্ত প্রেক্ষাপটে সৌদির এই বিলাসিতা ও উদযাপন বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে।
গাজার ভেতরে চলছে ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা। হাসপাতাল, স্কুল, সংবাদকেন্দ্র— কোনো কিছুই রক্ষা পাচ্ছে না ইসরায়েলি হামলা থেকে।
জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা এই পরিস্থিতিকে ‘মানবিক বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেছে।
এর মধ্যেই স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) পবিত্র মদিনা শহরের খুব কাছাকাছি আল–উলায় অনুষ্ঠিত হয় একটি বড় আকারের কনসার্ট। খবর মিডল ইস্ট মনিটর।
এলিফ্যান্ট রক বা জাবাল আল–ফিলের সামনে অনুষ্ঠিত এ পার্টিতে পাশ্চাত্য সুরে রাতভর চলেছে গান, নাচ ও আলোক আয়োজন।
এতে অংশগ্রহণ করেন দেশি–বিদেশি তরুণ-তরুণীরা। এই অনুষ্ঠানটির ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করেন।
শুধু সৌদি আরবই নয়, চলতি মাসেই কাতারের লুসাইল শহরে আয়োজন করা হয়েছিল বিশাল আতশবাজির উৎসব। রাতের আকাশে ড্রোন ও অ্যাক্রোবেটিক শোতে গোটা এলাকা আলোকিত করা হয়, যা ফিলিস্তিনে চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে অনেকের কাছে অমানবিক ও বেখাপ্পা মনে হয়েছে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD