১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রাখাইনে আরাকান আর্মির হাতে আটক ৫১ বাংলাদেশি জেলে

admin
প্রকাশিত ২৮ আগস্ট, বৃহস্পতিবার, ২০২৫ ১৯:১০:৪৬
রাখাইনে আরাকান আর্মির হাতে আটক ৫১ বাংলাদেশি জেলে

Manual8 Ad Code

কক্সবাজারের রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে এখনো ৫১ জন জেলে আটক রয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রামু সেক্টর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য দেন।

Manual3 Ad Code

তিনি বলেন, নাফ নদ ও সমুদ্রে মাছ ধরতে গিয়ে জেলেরা মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ায় তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। জেলেদের ফেরাতে বিজিবি আন-অফিশিয়ালভাবে যোগাযোগ করছে।

Manual1 Ad Code

রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে কর্নেল মহিউদ্দিন বলেন, মানবিক কারণে আহত ও অসহায় কিছু রোহিঙ্গাকে সীমান্তে ঢুকতে দেওয়া হয়েছে। তবে মাদক ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।

Manual8 Ad Code

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষায় অতিরিক্ত ব্যাটালিয়ন ও জনবল বাড়ানো হয়েছে। কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে বাংলাদেশ ভূখণ্ডে তৎপরতা চালাতে দেওয়া হবে না।