রাঙামাটি, ১৯ সেপ্টেম্বর – রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের রামপাহাড়ের গহিন অরণ্যে একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। শুক্রবার বিকেলে বন বিভাগের কর্মকর্তারা ও স্নেক রেসকিউ টিমের সদস্যরা মিলিতভাবে সাপটিকে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেন।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবু কাওসার বাপ্পি জানান, সাপটির দৈর্ঘ্য আট ফুট এবং ওজন সাড়ে ছয় কেজি। বিকেল ৫টায় কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন, রামপাহাড় বিট কর্মকর্তা মিঠু তালুকদার ও অন্যান্য বন বিভাগের কর্মীদের উপস্থিতিতে সাপটি অবমুক্ত করা হয়।
ডব্লিউএসআরটিবিডি (ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ) সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে আনুমানিক ২টার দিকে রাঙামাটি সদর উপজেলার একটি বাসা থেকে ডব্লিউএসআরটিবিডির সদস্যরা এই অজগর সাপটিকে উদ্ধার করে কাপ্তাই বন বিভাগের হাতে হস্তান্তর করেন।
এসিএফ আবু কাওসার বাপ্পি বলেন, “পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বন্য প্রাণী অবমুক্ত করা অত্যন্ত জরুরি। এছাড়া মানুষের জীবন ও বনসম্পদ রক্ষার জন্যও বন্য প্রাণী সংরক্ষণ জরুরি।” তিনি সবাইকে বন্য প্রাণী সংরক্ষণ ও সচেতন হওয়ার আহ্বান জানান।