রাঙ্গামাটি ত্যাগের আল্টিমেটাম

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৫

রাঙ্গামাটি ত্যাগের আল্টিমেটাম

জাতীয় নাগরিক কমিটির রাঙ্গামাটিতে সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জেলা ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল বের করেছে। জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের করে বনরূপার দিকে এগোতে চাইলে পুলিশ ও এপিবিএন সদস্যরা তাদের আটকে দেন।

 

 

এ সময় তারা এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তারা ১০ মিনিটের মধ্যে তাকে রাঙ্গামাটি ত্যাগের আল্টিমেটাম দেন।

রোববার (২০ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

 

 

 

এ সময় সড়ক বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা এনসিপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

দেখা যায়, সমাবেশ শেষে দ্রুতই সভাস্থল ত্যাগ করেন নাগরিক কমিটির নেতারা। ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি বনরূপার দিকে আসতে চাইলে পুলিশ ও এপিবিএন সদস্যরা তাদের কাঠালতলী মোড়ের সামনে আটকে দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ