রাজধানীতে ঝটিকা মিছিল, অস্ত্র ও মাদকসহ ২১ জন গ্রেপ্তার

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৫

রাজধানীতে ঝটিকা মিছিল, অস্ত্র ও মাদকসহ ২১ জন গ্রেপ্তার

ঢাকা: রাজধানীতে পৃথক অভিযানে ঝটিকা মিছিলে অংশগ্রহণ, অস্ত্র ও মাদক রাখাসহ বিভিন্ন অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র‍্যাব এ তথ্য জানায়।

ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী রয়েছেন। এই ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্ট ও রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছিলেন।

অন্যদিকে, মিরপুর এলাকা থেকে **অস্ত্র ও ম্যাগাজিনসহ মো. আবু হানিফ (২১)**কে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে পাওয়া অস্ত্রটি গত বছরের ৫ আগস্ট মিরপুর মডেল থানা থেকে লুট করা হয়েছিল। এ ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া, মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ও ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি ও পরোয়ানাভুক্ত ব্যক্তিরা রয়েছেন।

একই দিনে র‍্যাব-৪ মিরপুর মনিপুর এলাকায় অভিযান চালিয়ে মো. মহসিন ইসলাম মিয়াজি (৫১) ও শাহিদা (৫৫) নামের দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে এবং দুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ