১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

রাজধানীতে ১৭টি বিস্ফোরণ ঘটিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ: ডিএমপি কমিশনার

admin
প্রকাশিত ১১ নভেম্বর, মঙ্গলবার, ২০২৫ ১৮:৫৪:৪৫
রাজধানীতে ১৭টি বিস্ফোরণ ঘটিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ: ডিএমপি কমিশনার

Manual8 Ad Code

গত ১১ দিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মোট ১৭টি বিস্ফোরণ ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।

Manual8 Ad Code

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত “ঢাকা মহানগরীর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি” সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, ১ থেকে ১১ নভেম্বর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ১৭টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এছাড়া গত দুই দিনে ৯টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় ৫০ জনকে গ্রেপ্তার এবং ১৭টি মামলা দায়ের করা হয়েছে।

Manual2 Ad Code

তিনি আরও জানান, গত অক্টোবর থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো ১৪টি ঝটিকা মিছিল করেছে। ঢাকার বাইরে থেকে টাকা নিয়ে লোকজন এনে এসব মিছিলে অংশগ্রহণ করানো হয়। এ ঘটনায় অক্টোবর থেকে এখন পর্যন্ত ৫৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual7 Ad Code

সাজ্জাদ আলী বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখেছি, হেলমেট ও মাস্ক পরে ভোরবেলায় কিংবা ব্যস্ত সময়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে। এসব কর্মকাণ্ডে অপ্রাপ্তবয়স্কদেরও ব্যবহার করা হচ্ছে।”

তিনি আরও জানান, “আমাদের কর্তব্যরত দুই পুলিশ সদস্যকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে, এতে একজন আহত হয়েছেন। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে।”

Manual7 Ad Code