১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজধানীতে ২৫ বাসকে ৫৩ হাজার টাকা জরিমানা, ১টি জব্দ

admin
প্রকাশিত ০৩ জুন, মঙ্গলবার, ২০২৫ ২২:০৬:৩৪
রাজধানীতে ২৫ বাসকে ৫৩ হাজার টাকা জরিমানা, ১টি জব্দ

Manual2 Ad Code

রাজধানী ঢাকায় মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স, ভিন্ন রোডে বাস চলাচলসহ চার অভিযোগে ২৫টি বাসকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছেন যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি বাসকে জব্দ করা হয়।

Manual5 Ad Code

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত এলাকায় আজ মঙ্গলবার (৩ জুন) দুপুর পৌনে ১২টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীকালে উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual1 Ad Code

অভিযানের নেতৃত্ব দেন বিআরটিএয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে উত্তরা আর্মি ক্যাম্প ও ডিএমপির উত্তর বিভাগের ট্রাফিক পুলিশ সহযোগিতা করে।

Manual2 Ad Code

সেনাবাহিনী জানায়, খিলক্ষেত এলাকায় উত্তরা আর্মি ক্যাম্প এবং বিআরটিএ মোবাইল কোর্টের সঙ্গে চেকপোস্ট স্থাপন করে ২৫টি বাসকে ৫৩ হাজার টাকা জরিমানা ও একটি বাস জব্দ করা হয়েছে।

মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও অনুসরণীয় রুট অনুসরণ না করার অভিযোগে এসব মামলা দেওয়া হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।

Manual7 Ad Code

আইনশৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।