১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

রাজনৈতিক চাপের মুখে আইপিএল থেকে বাদ মোস্তাফিজ, প্রতিবাদ জানাবে বিসিবি

admin
প্রকাশিত ০৩ জানুয়ারি, শনিবার, ২০২৬ ১৪:৩৪:৪১
রাজনৈতিক চাপের মুখে আইপিএল থেকে বাদ মোস্তাফিজ, প্রতিবাদ জানাবে বিসিবি

Manual6 Ad Code

ঢাকা/কলকাতা:
আইপিএলের নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে মাঠে নামার আগেই রাজনৈতিক জটিলতায় থমকে গেল বাঁহাতি এই পেসারের আইপিএল যাত্রা। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজকে দল থেকে ছেড়ে দিয়েছে কলকাতা।

ভারতের উগ্রবাদী গোষ্ঠী ও সামাজিক যোগাযোগমাধ্যমের একটি অংশের চাপের মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর কথিত সহিংসতার অভিযোগকে কেন্দ্র করে এই চাপ তৈরি হয়। বিসিসিআই কলকাতাকে নির্দেশ দেয়, যেন তারা মোস্তাফিজকে দলে না রাখে। একই সঙ্গে বিকল্প ক্রিকেটার নেওয়ার সুযোগও দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিটিকে।

Manual8 Ad Code

এ বিষয়ে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনার কারণেই কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে বলা হয়েছে।’

Manual5 Ad Code

অন্যদিকে, এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা অবশ্যই বিষয়টি নিয়ে কথা বলব। আগে পুরো সিদ্ধান্তটা দেখে নেব। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আমাদের অবস্থান জানাব।’

Manual2 Ad Code

আইপিএল নিলামের পর থেকেই মোস্তাফিজকে দলে নেওয়ায় কলকাতা ফ্র্যাঞ্চাইজির মালিক ও বলিউড অভিনেতা শাহরুখ খানকে লক্ষ্য করে কড়া সমালোচনা শুরু হয়। ভারতের বিজেপির এক নেতা শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দেন এবং কলকাতাকে বয়কটের হুমকিও দেওয়া হয়। শেষ পর্যন্ত সেই চাপের কাছেই নতি স্বীকার করতে বাধ্য হয় বিসিসিআই ও কেকেআর।

Manual6 Ad Code

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হওয়া মোস্তাফিজুর রহমান এখন পর্যন্ত ৬০ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। বর্তমানে ভালো ছন্দে থাকায় এবারের নিলামে তাঁকে নিয়ে একাধিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা যায়।