স্টাফ রিপোর্টার:
জুলাই জাতীয় সনদ নিয়ে ২৭০ দিন ধরে চলা আলাপ-আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের সুর নিয়ে হতাশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, “২৭০ দিন যাবৎ আলোচনার পরও প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যে যে অনৈক্যের সুর দেখছি, এটা হতাশাব্যঞ্জক। এই তীব্র বিরোধের মধ্যে কীভাবে সমঝোতার দলিল পাস হবে—এটা এখন বড় চ্যালেঞ্জ।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন তিন ধরনের বিরোধ দেখা দিয়েছে—সংস্কারের বিষয়বস্তু নিয়ে, সনদ পাসের পদ্ধতি নিয়ে এবং গণভোটের সময় নিয়ে। এই বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছেছে। এসব বিষয়ে শেষ পর্যন্ত সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে, যা নেবেন প্রধান উপদেষ্টা।”
গণভোট ইস্যুতে তিনি বলেন, “যারা জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে ছিলেন, তারাই এখন উত্তেজিত ভূমিকা নিচ্ছেন। এত দিন আলোচনার পরও যদি ঐকমত্য না আসে, তাহলে সরকার কীভাবে এগোবে—এটা এখন সত্যিই চিন্তার বিষয়।”
রাজনৈতিক দলগুলোর আলটিমেটাম প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “কোনো দল যদি এককভাবে অবস্থান নিয়ে আলটিমেটাম দেয়, সেটা তাদের ঐকমত্যহীনতার প্রমাণ। সরকারকে দলীয় অবস্থান মানতে বাধ্য করা ঠিক নয়। যথেষ্ট সময় দেওয়া হয়েছে, এখন তাদেরই বিবেচনা করতে হবে, জুলাই স্পিরিটকে তারা কোথায় নিয়ে গেছেন।”