১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে ক্রেতা সেজে মোটরসাইকেল চুরি – আটক -১

admin
প্রকাশিত ২৪ মার্চ, শুক্রবার, ২০২৩ ১৯:১৪:২৭

Manual6 Ad Code

রাজশাহীতে ক্রেতা সেজে মোটরসাইকেল চুরি – আটক -১

মোঃ শহিদুজ্জামান সোহেলঃ- রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকায় মোটরসাইকেল চুরির অভিযোগে রাজু ইসলাম (২৩) নামের এক চোরকে গ্রেফতার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এসময় আসামির কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার হয়। শুক্রবার কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান এ তথ্য নিশ্চিৎ করেন।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

গ্রেফতারকৃত আসামি রাজু ইসলাম (২৩) চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার আমনুরা লক্ষীপুর মোড়ের মো: রুস্তুম আলীর ছেলে।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

জানা গেছে, রাজশাহী কাশিয়াডাঙ্গা থানা এলাকার তানজিম আহমেদ তার ফেসবুক আইডিতে তাদের একটি মোটরসাইকেল বিক্রয়ের বিজ্ঞপ্তি দেয়। মোটরসাইকেল বিক্রয়ের বিজ্ঞপ্তি দেখে গত ২১ শে মার্চ গ্রেপ্তারকৃত চোর রাজু মোটরসাইকেলটি কিনতে চায় বলে তানমিজকে মোবাইলে ফোনে জানায়। ক্রেতাকে নগরীর হড়গ্রাম কোর্ট ষ্টেশন মোড়ে আসতে বলে। সেখানে গেলে ক্রেতা বেশে রাজু মোটরসাইকেলটি চালিয়ে দেখার কথা বলে বিক্রেতাকে মোটরসাইকেলের পিছনে বসিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বিকেল আনুমানিক সাড়ে ৪ টার দিকে মোল্লাপাড়া কড়ইতলা মোড়ে যায়। সেখানে মোটরসাইকেল থেকে নেমে বিক্রেতা মোবাইল ফোনে তার মায়ের সাথে মোটরসাইকেলটির দামদরের বিষয়ে কথা বলছিল ।

এ সুযোগে আসামি রাজু কৌশলে মোটরসাইকেলটি চুরি করে কাশিয়াডাঙ্গা মোড়ের দিকে পালিয়ে যায়। বিক্রেতা তানজিম কিছুক্ষণ অপেক্ষা করার পর রাজুর মোবাইল ফোনে কল করলে মোবাইল ফোনটি বন্ধ পায়। তানজিমের মা কাশিয়াডাঙ্গা থানায় এ বিষয়ে অভিযোগ করেন ওই দিন।