১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৪ লাখ টাকার ফেনসিডিলসহ ৪ জন গ্রেপ্তার,,

admin
প্রকাশিত ২৪ মার্চ, শুক্রবার, ২০২৩ ১৯:০৭:৫৫

Manual8 Ad Code

রাজশাহীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৪ লাখ টাকার ফেনসিডিলসহ ৪ জন গ্রেপ্তার

 

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ- রাজশাহীর চারঘাটে ৪ লাখ টাকার ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। গত ২৪ মার্চ বৃহস্পতিবার রাতে উপজেলার ঝিকড়া জোয়ারদার পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ তথ্য নিশ্চিৎ করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তী।

 

Manual8 Ad Code

জানা গেছে, রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তী দিক নির্দেশনায় ওসি ডিবি আব্দুল হাই, পিপিএম এর নেতৃত্বে এসআই ইনামুল ইসলামসহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানার ঝিকড়া জোয়ারদার পাড়া গ্রামে মৃত নাজিম উদ্দিন নজুর ছেলে নকিম উদ্দিনের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ২০০ পিচ ফেনসিডিল যার অবৈধ বাজার মূল্য ৪ লাখ টাকাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

Manual7 Ad Code

 

গ্রেপ্তারকৃতরা হলেন, ১, নকিম উদ্দিন (৬০), পিতা মৃত নাজিম উদ্দিন @ নজু, ২। মোঃ বাবু (২৮) পিতা মোঃ মুনসুর সরকার, উভয় সাং- ঝিকড়া জোয়ারদার পাড়া, থানা-চারঘাট, ৩। মোঃ বুলবুল আলী (৪৭), পিতা-মৃত মাহাতাব উদ্দিন, ৪। মোঃ তুফানি (৩০), পিতা-মোঃ নুরুল ইসলাম, উভয় সাং- শিবগঞ্জ, জেলা -চাঁপাইনবাবগঞ্জ। গ্রেপ্তারকৃতদের হেফাজত হতে ২০০ বোতল ফেন্সিডিল ও মাদক বহন কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল ও একটি ব্যাটারী চালিত অটোভ্যানগাড়িসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

এ সংক্রান্তে গ্রেপ্তারকৃত আসামীগণদের ও পলাতক আসামীর বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মামলা হয়েছে। মাদক বিরোধী অভিযান জেলা ডিবি পুলিশের অব্যহত রয়েছে।