১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে চাঁদা না পেয়ে বিদ্যালয়ে হামলা: প্রধান ফটকে ঝুলছে তালা

admin
প্রকাশিত ১১ অক্টোবর, শনিবার, ২০২৫ ১৪:১৯:১৮
রাজশাহীতে চাঁদা না পেয়ে বিদ্যালয়ে হামলা: প্রধান ফটকে ঝুলছে তালা

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক: : রাজশাহীর পবা উপজেলার বড়গাছি কুঠিপাড়া উচ্চ বিদ্যালয়ে সরকারি অনুদানের অর্থ নিয়ে চাঁদাবাজির জেরে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

 

Manual3 Ad Code

 

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিদ্যালয়ের এড হক কমিটির সভাপতি খালেদ হোসেন সোহন জানান, বিদ্যালয় উন্নয়নের জন্য সম্প্রতি সরকার থেকে একটি বিশেষ বরাদ্দ আসে। ওই বরাদ্দের টাকায় স্থানীয় কিছু চিহ্নিত দুষ্কৃতিকারী চাঁদা দাবি কর।। কিন্তু কমিটি তাদের দাবিতে সাড়া না দিলে ক্ষুব্ধ হয়ে যায় ওই দুষ্কৃতিকারীরা। এর জের ধরে গত বুধবার ( ৮ অক্টোবর) ১১ টায় বিদ্যালয় চলাকালীন অবস্থায় একদল দুর্বৃত্ত মব তৈরি করে বিদ্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়।

 

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

 

 

 

Manual8 Ad Code

 

 

 

 

এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন। স্কুলের জানালা-দরজা ও আসবাবপত্র ভাঙচুরের ঘটনাও ঘটে। তারা আরও জানান, বিদ্যালয়ে হামলা দেখে স্থানীয়রা এগিয়ে আসলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। ঘটনার পর এলাকাজুড়ে সৃষ্টি হয় উত্তেজনা ও থমথমে পরিবেশ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনন্দ কুমার পাল বলেন, বিদ্যালয়ের কাজ হচ্ছে এটা নিয়ে ঝামেলা হয় এবং বিদ্যালয়ে হামলা চালায়। শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আপাতত স্কুল বন্ধ রাখা হয়েছে। এদিকে, বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ বিষয়ে আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দ্রুত বিদ্যালয় পুনরায় চালু করার দাবি জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।