
রাজশাহীতে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই তরুণী শেখ মিফতা ফাইজা (১৯)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোয়ালপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাঁকনহাট পুলিশ ফাঁড়ির যৌথ দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত ফাইজা নাটোর সদর উপজেলার দিঘাপাতিয়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মোশারফ হোসেন চপল শেখ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফাইজার একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় তিনি রাজশাহী নগরীর সি অ্যান্ড বি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, ফাইজা নিজের মোবাইল ফোনে ভিডিওটি ধারণ করে ফেসবুকে রিল হিসেবে পোস্ট করেছিলেন। পরে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়। এ বিষয়ে তানভির আহমেদ সুইট নামের এক ব্যক্তি ২৫ অক্টোবর আরএমপির ডিবি শাখায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা স্বীকার করেছেন, তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ফাইজার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হবে এবং সাত দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।