রাজশাহীতে বিএনপির এক নেতার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, টাকা না দিলে কুপিয়ে হত্যার হুমকি দিয়েছেন তিনি।
থানায় লিখিত অভিযোগ ও কলরেকর্ড থেকে জানা গেছে, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোফাজ্জল হোসেন শুভ ওরফে কুরুল বিএনপি নেতা মইফুল ইসলামকে ফোনে হুমকি দেন। মইফুল শহরের ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
মইফুল ইসলাম জানান, ২৬ সেপ্টেম্বর বিকেলে মোফাজ্জল তাঁর মোবাইলে ফোন দিয়ে গালাগালি শুরু করেন এবং বলেন, “তোকে যেখানে পাব, সেখানেই কুপিয়ে মারব।” এরপর মোফাজ্জল ও তাঁর ক্যাডার বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে দলীয় কার্যালয়ে গিয়ে তাঁকে খুঁজতে থাকে। না পেয়ে কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে তাঁর বাসার সামনেও গিয়ে গালাগালি করে এবং স্ত্রীকে বলে—“প্রাণে বাঁচতে হলে পাঁচ লাখ টাকা দিতে হবে।”
মইফুলের অভিযোগ, মোফাজ্জল ও তাঁর বাহিনী এলাকায় মামলা-বাণিজ্য, বাজার ও নির্মাণাধীন ভবন থেকে চাঁদাবাজি করছে এবং আধিপত্য বিস্তারের জন্য ভীতি প্রদর্শন করছে। এর আগেও তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে মোফাজ্জলের বক্তব্য জানতে ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি বলেন, মইফুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে মামলা ও নানা অভিযোগ রয়েছে। মোফাজ্জলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গাজিউর রহমান বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।