১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে ৩৮ দফা দাবিতে মানববন্ধন: ভৌতিক বিল, যানজট ও রামেকের চিকিৎসাসেবা উন্নয়নের দাবি

admin
প্রকাশিত ০৬ ডিসেম্বর, শনিবার, ২০২৫ ২২:৫৯:২৪
রাজশাহীতে ৩৮ দফা দাবিতে মানববন্ধন: ভৌতিক বিল, যানজট ও রামেকের চিকিৎসাসেবা উন্নয়নের দাবি

Manual1 Ad Code

রাজশাহীতে বিদ্যুতের প্রিপেইড মিটারের ভৌতিক ও অস্বাভাবিক বিল বন্ধ, শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর স্থায়ী যানজট নিরসন, কোচিং বাণিজ্য বন্ধ এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতসহ ৩৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় নগরের সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের নেতারা অংশ নেন।

Manual8 Ad Code

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজশাহীর সর্বক্ষেত্রে দুর্নীতি, অব্যবস্থাপনা ও অরাজকতা ভয়াবহ আকার ধারণ করেছে। নেসকোর প্রিপেইড মিটারের ‘গলাকাটা’ বিল সাধারণ মানুষের জীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। বিলিং, সার্ভিস ও মিটার ব্যবস্থাপনায় অস্বচ্ছতা ও অনিয়ম চলছে বলে অভিযোগ করেন তারা। এসব অনিয়ম অব্যাহত থাকলে রাজশাহীবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।

বক্তারা আরও বলেন, প্রিপেইড মিটারের ত্রুটি দ্রুত সমাধান এবং গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির সহজ, কার্যকর ও জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। সরকারি দপ্তরে নিয়োগ-বাণিজ্য বন্ধ করা এবং কোচিং সেন্টারের বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ করে স্বাভাবিক শিক্ষাব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানান তারা।

রামেক হাসপাতালের নাজুক চিকিৎসাসেবা নিয়ে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, চিকিৎসা সরঞ্জাম সংকট, মনিটরিং দুর্বলতা, অব্যবস্থাপনা এবং রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। এ কারণে হাসপাতালের সেবা উন্নয়ন, জনবল বৃদ্ধি ও দায়বদ্ধতা নিশ্চিত করার দাবি জানানো হয়।

Manual4 Ad Code

বক্তারা আরও জানান, নগরবাসীর স্বার্থকে অগ্রাধিকার না দেওয়া হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন।

Manual4 Ad Code

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক, সদস্যসচিব মাহফুজুল হাসনাইন হিকোল, উপদেষ্টা ড. অসীম হোসেন, জালাল উদ্দিন, রাকিবুল ইসলাম রাকিব, শরিফুল ইসলাম, হোসেন আলী পেয়ারা প্রমুখ।

Manual7 Ad Code